×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৫-০৩-০৯, সময় - ০৭:৪৫:১১মাদারীপুরে ড্রেজার ব্যবসার জেরে তিনভাইকে মসজিদে কুপিয়ে হত্যার ঘটনায় ৪৯ জনের নামে মামলা করা হয়েছে। এ মামলায় এ পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৯ মার্চ) সকালে সদর মডেল থানায় মামলাটি করেন নিহত সাইফুলের মা সুফিয়া বেগম।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, খোয়াজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল সরদারের সঙ্গে ড্রেজার ব্যবসা নিয়ে বিরোধে হয় একই এলাকার শাজাহান খানের। এরই জেরে শনিবার সকালে বাড়ির সামনে একা পেয়ে শাজাহান তার লোকজন নিয়ে সাইফুলের ওপর হামলা চালায়।
প্রাণে বাঁচতে সাইফুল, সরদারবাড়ি জামে মসজিদের ভেতরে প্রবেশ করেন। তাকে রক্ষায় সাইফুলের বড় ভাই আতাউরসহ অন্যরা এগিয়ে আসেন। এ সময় কুপিয়ে হত্যা করা হয় সাইফুল ও তার ভাই আতাউরকে।
