×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-০৩-১১, সময় - ০৯:১৪:০৬

ঢাকার সাভারের আমিনবাজারে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) ৪০০/১৩২ কেভি গ্রিড সাবস্টেশনে আগুন লেগেছে। মঙ্গলবার (১১ মার্চ) সকাল সোয়া ৭টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার ঘটনা জানার পাঁচ মিনিটের মধ্যে সেখানে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট চলে যায়। পরে আরও একটি ইউনিট যোগ দেয়।

আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিদর্শক (মিডিয়া সেল) মো. আনোয়ারুল ইসলাম বলেন, ‘সকাল ৭টা ১৫ মিনিটে আমরা আগুনের খবর পাই। পরে ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট সকাল ৭টা ২০ মিনিট থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।’

যদিও তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...