×

সর্বশেষ :

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-০৩-১৩, সময় - ১১:১৮:৩১

ত্রিশ ঘণ্টার বেশি সময় সশস্ত্র গোষ্ঠীর হাতে জিম্মি থাকা ৩৪০ জনেরও বেশি ট্রেন যাত্রীকে উদ্ধার করেছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী। উদ্ধার অভিযানে ৩৩ হামলাকারীর সবাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার(১৩ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

দেশটির একজন সেনা কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, ২৭ জন সেনা সদস্য হামলাকারীদের গুলিতে নিহত হয়েছেন। তারা সবাই ট্রেনটিতে ভ্রমণ করছিলেন।

দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তানের পর্বতাঞ্চলে একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর বোমা হামলা চালিয়ে প্রায় ৪৫০ জন যাত্রীসহ একটি ট্রেনে হামলার পর মঙ্গলবার বিকালে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী উদ্ধার অভিযান শুরু করে।

একজন সেনা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে জানান, অভিযানে ৩৪৬ জন জিম্মিকে মুক্ত করা হয়েছে এবং ৩৩ জন সন্ত্রাসী নিহত হয়েছে।’

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...