নেটিজেনদের একাংশ প্রশ্ন তোলে, ‘আয়ের উৎস কী? পাশাপাশি কিভাবে তিনি এত জায়গায় ঘুরতে যান।
×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৫-১০-০২, সময় - ০৯:৩৬:৪৩নেটিজেনদের একাংশ প্রশ্ন তোলে, ‘আয়ের উৎস কী? পাশাপাশি কিভাবে তিনি এত জায়গায় ঘুরতে যান।
তিনি বলেন, ‘আপনারা হয়তো জানেন না আমার ফ্যামিলি সম্পর্কে। আসলে আমি তো একটু কম্পারেটিভলি ব্লেসড কারণ আমার প্যারেন্টস দুজনই ওয়ার্কিং মানে আমার ওয়ার্কিং প্যারেন্টস।
মন্তব্যকারীদের উদ্দেশে তিনি আরো বলেন, ‘মানুষের ফ্রাস্ট্রেশন থেকেই সত্যি বলতে এসব আসে। কোনো কিছুই, কোনো অ্যাচিভমেন্টকেই ওরা আসলে একটু সুন্দর ভালো করে অ্যাপ্রিশিয়েট করতে পারে না।
তার কথায়, ‘আমার বাবা-মায়ের পরিচয়ে আমি আরো বেশি করে দেখাব, যাতে করে ওদের মনে না হয় যে, কারো মানে কারো পয়সাতে যে ঘুরতে যাই না।’
