├Ч
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৫-০৩-১৭, | ০৭:০১:১০ |স্বস্তির বৃষ্টিতে ভিজে কিছুটা শীতল হলো ঢাকা। কয়েকদিনের তীব্র গরম ও মৃদু তাপপ্রবাহের অস্বস্তির পর সোমবার (১৭ মার্চ) বিকাল তিনটার পর আজিমপুর, নিউমার্কেট, কলাবাগান, আসাদগেটসহ ধানমন্ডির বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টির খবর পাওয়া গেছে। এতে কিছুটা হলেও গরমের আধিক্য কমেছে। তাপমাত্রা কমে যাওয়ায় কিছুটা স্বস্তি অনুভব করছেন রাজধানীবাসী।
আজ দুপুরের পর থেকে এসব এলাকার আকাশ মেঘাচ্ছন্ন হতে শুরু করে। কিছু সময়ের মধ্যে আকাশে গুমোট পরিবেশ এবং বাতাস শুরু হয়। এরপর বিকেল তিনটার পর বৃষ্টি নামে। হালকা বৃষ্টি হলেও কিছু সময়ের মধ্যে এসব এলাকার বিভিন্ন সড়ক ভিজে যায় এবং গরমের ভাব কমে ঠান্ডা আবহ তৈরি হয়।