×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৫-০৯-০৯, সময় - ০৫:৩১:৩২নেপালে জেন জি বিক্ষোভ দমনে সরকারের দমন-পীড়ন ও রক্তক্ষয়ী ঘটনার প্রতিবাদে দেশটির মন্ত্রিসভা থেকে আরেক মন্ত্রী পদত্যাগ করেছেন। পদত্যাগকৃত ওই মন্ত্রীর নাম রামনাথ অধিকারী। তিনি দেশটির কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন।
সংবাদমাধ্যমটি বলছে, নেপালের কৃষি ও পশুপালন উন্নয়নমন্ত্রী রামনাথ অধিকারী পদত্যাগ করেছেন। মঙ্গলবার তিনি পদত্যাগপত্র জমা দেন। অধিকারী জানান, সোমবারের জেন জি বিক্ষোভে সরকারের দমনমূলক আচরণের কারণে তিনি আর দায়িত্বে থাকতে পারছেন না।
তিনি আরও বলেন, যে প্রজন্মের সঙ্গে হাতে হাত মিলিয়ে দেশ গড়ার কথা, তাদের বিরুদ্ধে সহিংস আচরণের জবাবদিহি ছাড়া ক্ষমতায় থাকা তার পক্ষে সম্ভব নয়।
এদিকে নেপালি কংগ্রেসের সাধারণ সম্পাদক গগন থাপা প্রধানমন্ত্রী ওলির পদত্যাগ দাবি করেছেন। তিনি বলেন, জেন জি আন্দোলনে ১৯ জন তরুণের অপ্রয়োজনীয় মৃত্যু হয়েছে। এ হত্যাযজ্ঞের দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে এবং অবিলম্বে পদত্যাগ করতে হবে।
থাপা আরও বলেন, নেপালি কংগ্রেস এ পরিস্থিতির সাক্ষী বা অংশীদার হয়ে এক মুহূর্তও থাকতে পারে না। তিনি এ বিষয়ে দলের বৈঠকে চাপ সৃষ্টি করবেন বলেও জানান।
