×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-০৬-২৪, সময় - ১৩:৪১:০৯
এই মুহূর্তে প্রায় সাড়ে ১২ হাজার কিলোমিটার দূরে রয়েছেন পারসা ইভানা। নিউইয়র্কে নিচ্ছেন অভিনয়ের প্রশিক্ষণ। সেখানকার ‘দ্য ফ্রিম্যান স্টুডিও’তে অভিনয় শেখার সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত এই অভিনেত্রী।অভিনয় শিখতে গেলেও নাচটাকে যেন আগলেই রেখেছেন ইভানা।
যেন আরও ভালো কিছু উপহার দিতে পারি।’এরপর তিনি শেয়ার করেন নিজের উপলব্ধির বা জীবনবোধের কথাও। ইভানা লিখেছেন, ‘জীবন অনেক কিছু নিয়ে যায়, তবু হেরে গেলে চলবে না। ফিরে আসতেই হবে নতুন করে, নতুন রূপে! আমি আমার সব দর্শককে ভালোবাসি। আমার জন্য দোয়া করবেন সবাই।
‘দ্য ফ্রিম্যান স্টুডিও’র প্রতিষ্ঠাতা স্কট দীর্ঘদিন ধরে অভিনয়ের প্রশিক্ষণ দিয়ে আসছেন। তিনিই পারসা ইভানার অনলাইনে অডিশন নিয়ে ৮ মার্চ তাকে নিজের স্টুডিওতে অভিনয় শেখার ব্যাপারে চূড়ান্ত করেন। এরপরই অভিনেত্রী সেখানে পাড়ি জমান।দূর দেশে কেমন সময় কাটছে, এমন প্রশ্নে পারসা ইভানা বলেছিলেন, ‘কাজের মধ্যে আছি, প্রতি সপ্তাহে সেটার হোমওয়ার্ক থাকে। সেগুলো নিয়ে ব্যস্ততা। পাশাপাশি নাচের ওয়ার্কশপ করছি, হিপহপ, মডার্ন ড্যান্স শেখার চেষ্টা করছি। নিজেকে একটু ডেভেলপ করার চেষ্টা করছি।আর অভিনয়ের প্রশিক্ষণ খুবই ভালো যাচ্ছে। প্রশিক্ষক স্কট অভিনয়শিল্পী হিসেবে আমাকে বেশ সম্মান করেন। এই কোর্সে আমরা ১২ জন নির্বাচিত হয়েছি। মূলত আমাদের ইম্প্রোভাইজেশন শেখানো হচ্ছে, কিভাবে একটা দৃশ্য আরো ভালো করা যায়, নানা প্রতিবন্ধকতার মধ্যেও কিভাবে নিজের অভিনয়টা প্রমাণ করা যায়। দেখুন, জীবনে তো অনেক কিছুই ঘটে। কিন্তু যখন আমরা অভিনয় করি, তখন সেসব ভুলে যেতে হয়। এই কাজটা আরো কতটা নিখুঁতভাবে করা যায়, সেসব নিয়ে কাজ করছি। এরপর চিত্রনাট্যের ওপর প্রশিক্ষণ। এগুলো নিয়ে বেশ এক্সাইটমেন্টের মধ্যে আছি। জুলাই পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে।’

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...