×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২২-০৫-২২, সময় - ২০:০৩:১১

ভারত সরকার শনিবার ডিজেল ও পেট্রোলের ওপর থেকে শুল্ক কমানোর ঘোষণায় প্রতি লিটারে পেট্রোলের দাম সাড়ে ৯.৫ ও ডিজেলের দাম ৭ রুপি কমছে।

চিরবৈরী প্রতিবেশী ভারতের এমন সিদ্ধান্তের জন্য আবারো দেশটির প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

“রাশিয়া থেকে ছাড়ে তেল কেনার পর, ভারত সরকার প্রতি লিটার পেট্রোলের দাম ৯.৫ রূপি কমিয়েছে। ডিজেলের দামও লিটারে ৭ রূপি কমিয়েছে” এমন একটি সংবাদ শেয়ার করে শনিবার রাতে ইমরান খান টুইট করেছেনঃ

“কোয়াডের অংশ হওয়া সত্ত্বেও, ভারত যুক্তরাষ্ট্রের চাপ সয়ে গিয়েছিল এবং জনগণকে স্বস্তি দিতে ছাড়ে রাশিয়ান তেল কিনেছিল। স্বাধীন পররাষ্ট্রনীতির মাধ্যমে আমাদের সরকারও এটা অর্জনের জন্য কাজ করছিল।”

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...