×

সর্বশেষ :
ওসমান হাদি হত্যাকাণ্ড: সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে ১২৭ কোটি টাকা লেনদেনের তথ্য পেল সিআইডি ভাইয়ের কাছে বোনের জটিল রোগের কথা শুনে পাশে দাঁড়ালেন ডিসি দিল্লির ঘটনা ‘বিভ্রান্তিকর প্রচার’ নয়, বিক্ষোভ সম্পর্কে আগে জানানো হয়নি অ্যাশেজ জিতে শীর্ষস্থান মজবুত করল অস্ট্রেলিয়া সোনার দামে রেকর্ড, ভরি ছাড়াল দুই লাখ ১৮ হাজার সালতামামি ২০২৫: মধ্যপ্রাচ্যের জন্য আরেকটি বড় ধরনের পরিবর্তনের বছর আমাদের সবাইকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে : তারেক রহমান তারেক রহমানের ফেরার দিনে মা‌র্কিন নাগ‌রিকদের জন্য দূতাবাসের নির্দেশনা ভারতকে হারিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন পাকিস্তান বিশ্বের সর্বোচ্চ উঁচু ভবন হতে যাচ্ছে সৌদির জেদ্দা টাওয়ার

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-০৪-১২, সময় - ০৯:২৩:৫৪

গাজায় ইসরায়েলের নির্মম হামলার প্রতিবাদে আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘মার্চ ফর গাজা’ শিরোনামে আয়োজিত এই সমাবেশে লাখো মানুষ ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন।

সমাবেশটি শুরু হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে। বিশিষ্ট ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী ও শায়খ আহমাদুল্লাহর নেতৃত্বে উপস্থিত জনতা ফিলিস্তিনের পক্ষে জোরালো স্লোগান দেন। হাতে হাতে ফিলিস্তিনের পতাকা নিয়ে অংশগ্রহণকারীরা ইসরায়েলের বিরুদ্ধে কঠোর নিন্দা জানান।

প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে এই সমাবেশে সভাপতিত্ব করেন বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। তিনি বলেন, “ফিলিস্তিনি ভাইবোনদের রক্ত ঝরছে, আর আমরা নীরব থাকতে পারি না। বিশ্ববাসীকে ইসরায়েলের এই নৃশংসতা বন্ধের জন্য এগিয়ে আসতে হবে।”

সমাবেশে বক্তারা মুসলিম দেশগুলোর নেতাদের প্রতি আহ্বান জানান, তারা যেন ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেন। পাশাপাশি ইসরায়েলি পণ্য বর্জনেরও ডাক দেওয়া হয়।

দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান ঘোষণাপত্র পাঠ করে বলেন, “গাজায় মানবিক বিপর্যয় চলছে, আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জরুরি হস্তক্ষেপ চাই।”

সমাবেশ শেষে মুফতি আব্দুল মালেকের নেতৃত্বে মোনাজাত করা হয়, যেখানে ফিলিস্তিনিদের বিজয় ও শান্তি কামনা করা হয়। এই সমাবেশে অংশ নিয়ে সাধারণ মানুষ জানান, তারা ফিলিস্তিনিদের সংগ্রামের পাশে থাকবেন যতদিন না তাদের মুক্তি আসে।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...