×

সর্বশেষ :

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-০৩-২২, সময় - ০৮:৫৩:৫২

গাজার ফিলিস্তিনিদের দুর্দশা যেন বলে শেষ করার নয়। স্বজনহারা বেদনা নিয়ে বুকে পাথর চেপে দিন পার করছেন তারা। পেটে ক্ষুধার যন্ত্রণা, মাথার ওপর নেই ছাদ। সেই সঙ্গে তাড়া করছে ইসরায়েলি হামলায় জীবন হারানোর ভয়।

পাখির চোখে দেখলে স্পষ্ট বোঝা যায়, গাজায় একটি ভবনও অক্ষত নেই। ইসরায়েলি আগ্রাসনের ছাপ বয়ে বেড়াচ্ছে এ অঞ্চলের প্রতিটি ধূলিকণা।

কোথাও মরদেহ নিয়ে স্বজনের আহাজারি, কোথাওবা প্রিয় সন্তানকে চিরবিদায় দিচ্ছেন অভাগা বাবা-মা। মরে গিয়েও হয়তো বেঁচে গেছে তারা। ইহুদি হায়েনার আতঙ্ক আর গ্রাস করবে না তাদের। এবার হয়তো শান্তিতে একটু ঘুমাতে পারবে।

তবে গাজার মাটিতে যারা বেঁচে আছেন তাদের জীবনও মৃত্যুযন্ত্রণার চেয়ে কোনো অংশে কম নয়। তারাও প্রতিনিয়ত ক্ষুধার সঙ্গে যুদ্ধ করছেন, লড়ে যাচ্ছেন মাথার উপরে কয়েক ফুট ছাদের জন্য। এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। তবে দিনশেষে তা অধরাই থেকে যায় নিরপরাধ ফিলিস্তিনিদের কাছে।

গাজায় বসবাসকারী একজন বলেন, ‘ছিন্নহারা আমরা। বাসস্থানের জন্য সংগ্রাম করছি। মানুষ হিসেবে যা লজ্জার। নিজ বাড়িতে থাকা অসম্ভব হয়ে পড়েছে। তাবুতে বউ-বাচ্চা নিয়ে থাকতে হচ্ছে। যেখানে ব্যক্তি স্বাধীনতা নেই।’

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...