×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৪-১২-১৫, সময় - ০৭:৫১:১৩সিরিয়া বিদ্রোহীদের হাতে বাশার আল আসাদের সরকার পতনে জর্ডানেও উগ্রবাদীরা উৎসাহ পেতে পারে, যা দেশটির রাজা আব্দুল্লাহর শাসনকে অস্থিতিশীল করে তুলতে পারে। এমন উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েল। সম্প্রতি ইসরায়েলি মন্ত্রিসভায় এ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। আলোচনার কেন্দ্রে ছিল সিরিয়ার সংঘাত জর্ডানে ছড়িয়ে পড়ার বিষয়ে উদ্বেগ-আশঙ্কা।
আলোচনায় অংশ নিয়ে ইসরায়েলের জ্যেষ্ঠ কর্মকর্তারা সতর্ক করেছেন, এ ধরনের ঘটনা ঘটলে তার প্রভাব ইসরায়েলেও পড়বে, কারণ জর্ডানের সঙ্গেই দেশটির সবচেয়ে বড় সীমান্ত।
রবিবার (১৫ ডিসেম্বর) ইসরায়েলি গণমাধ্যম কান নিউজের বরাত দিয়ে জেরুজালেম পোস্ট এই তথ্য জানিয়েছে।
ইসরায়েলি নিরাপত্তা বাহিনী শিন বেটের প্রধান রোনেন বার ও আইডিএফের গোয়েন্দা বিভাগের প্রধান জেনারেল শ্লোমি বাইন্ডার সম্প্রতি জর্ডান সফর করেছেন।
